বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বিয়ের দিকে মোড় নিচ্ছে রণবীর-দীপিকার সম্পর্ক !

নিউজ ডেস্ক:

দীর্ঘ দিন ধরেই বলিউড অভিনেতা রণবীর সিং ও দীপিকার পাড়ুকোনের মধ্যে প্রেমের সম্পর্কের গুঞ্জন রয়েছে। এবার সে সম্পর্ক বিয়েতে রূপ নিতে যাচ্ছে এমনটাই শোনা যাচ্ছে।
সম্প্রতি বলিউড অভিনেতা রণবীর সিং তার পরিবার এবং আত্মীয়স্বজনদের নিয়ে গেট টুগেদার করেন।

এই আয়োজনের কারণ ছিল, প্রেমিকা দীপিকা পাড়ুকোনকে স্বজনদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া। রণবীরের আত্মীয়-স্বজন এবং ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে অনেকেই দীপিকার ভক্ত এবং তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। আর তাই রণবীর পারিবারিক ডিনারের আয়োজন করেন। এই ইভেন্টে মূল অতিথি ছিলেন দীপিকা। রণবীরের প্রত্যেক স্বজনের সঙ্গে দীপিকার দেখা হয় এবং তারা দীপিকার সঙ্গে ছবিও তোলেন।

রণবীর কাপুর এবং দীপিকা পাড়ুকোন প্রায় চার বছর ধরে প্রেম করছেন বলে গুঞ্জন রয়েছে। কিন্তু এই কাপল এখন পর্যন্ত প্রকাশ্যে তাদের সম্পর্ক নিয়ে কোনো কথা বলেননি। রণবীরের স্বজনদের সঙ্গে দীপিকার সাক্ষাতের ঘটনা দেখে ধারণা করা হচ্ছে, তাদের সম্পর্ক বিয়ের দিকে মোড় নিচ্ছে। তবে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন রণবীর সিংয়ের ‍মুখপাত্র।

Similar Articles

Advertismentspot_img

Most Popular