নিউজ ডেস্ক:
বিশ্বের সবচেয়ে ঘনবসতির শহর ঢাকা। বিশ্ব জনসংখ্যা বিষয়ে জাতিসংঘের এক রিপোর্টের উদ্ধৃতি দিয়ে সম্প্রতি এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার প্রতি বর্গকিলোমিটারে সাড়ে ৪৪ হাজার মানুষ বসবাস করছে।
বিশ্বের সবচেয়ে ঘনবসতির শহরের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ভারতের বাণিজ্যনগরী মুম্বাই। তৃতীয় স্থানে আছে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার শহর মেডেলিন। যৌথভাবে চতুর্থ স্থানে আছে ফিলিপাইনের ম্যানিলা ও সিঙ্গাপুর।
অবশ্য জাতিসংঘের অপর এক হিসেবে, ম্যানিলাকেই এশিয়ার মধ্যে সবচেয়ে ঘনবসতির শহর বলে বিবেচনা করা হয়েছে। ইউরোপে ঘনবসতির শহরের তালিকায় শীর্ষে ফ্রান্সের প্যারিস, গ্রিসের অ্যাথেন্স ও স্পেনের বার্সেলোনা। উত্তর আমেরিকার মধ্যে শীর্ষে আমেরিকার নিউইয়র্ক, দক্ষিণ আমেরিকায় মেডেলিন এবং অস্ট্রেলিয়ায় সিডনি।