বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ মহিলা পাইলট অ্যানি !

নিউজ ডেস্ক:

কোনো বিষয় নিয়ে যদি আপনি বদ্ধপরিকর হন, তবে আপনার সেই স্বপ্ন সত্যি হবেই। যদি আপনার ইচ্ছা শক্তি প্রবল থাকে তাহলে কেউ আপনাকে আপনার স্বপ্ন থেকে বঞ্চিত করতে পারবে না। কথাটি কিন্তু শুধুমাত্র কথার কথা নয়। এমনই একটি বিষয় সত্যিই প্রমাণ করে দেখালো বোয়িং ৭৭৭-র কনিষ্ঠতম এক মহিলা পাইলট।

ছোট থেকেই স্বপ্ন ছিল তার কমান্ডার হওয়ার। অবশেষে সফল হল তার স্বপ্ন। তিনি হলেন- পাঠানকোটের বাসিন্দা অ্যানি দিব্যা থুড়ি ক্যাপ্টেন দিব্যা। বর্তমানে কাজের সূত্রে তিনি এখন থাকেন ভারতের মুম্বাইয়ে।

অ্যানি জানিয়েছেন, তিনি পাঠানকোটের বাসিন্দা ছিলেন। তিনি মধ্যবিত্ত পরিবারের ছিলেন। তার পরিবার আর্থিক অস্বচ্ছলতার সম্মুখীন হলেও কখনো অ্যানির পড়াশুনায় যাতে ঘাটতি না হয় সেই বিষয়ে সব সময় সচেতন থাকতেন তার বাবা-মা। কিন্তু তার বাবার ইচ্ছে ছিল সে বড় হয়ে ডাক্তার হবে। কিন্তু তার মা সব সময়ই অ্যানিকে সহযোগিতা করতেন।

১৭ বছর বয়সে ঋণ নিয়ে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় উড়ান একাডেমিতে ভর্তি হন। দুই বছরের মাথায় ১৯ বছর বয়সে কোর্স সম্পন্ন করেই এয়ার ইন্ডিয়ায় চাকরি পান। সেখান থেকে তাকে উচ্চতর প্রশিক্ষণের জন্য স্পেনে পাঠানো হয়। প্রশিক্ষণ শেষে ফিরে অ্যানি বোয়িং ৭৩৭ চালানোর সুযোগ পান। এরপর ২১ বছর বয়সে ফের প্রশিক্ষণের জন্য পাঠানো হয় লন্ডনে। এরপরই অ্যানির সুযোগ হয়ে যায় বোয়িং ৭৭৭ চালানোর।

সূত্র: কলকাতা২৪.কম

Similar Articles

Advertismentspot_img

Most Popular