বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বিশ্বের ধনী অভিনেতাদের শীর্ষ দশে শাহরুখ-সালমান-অক্ষয় !

নিউজ ডেস্ক:

বিশ্বখ্যাত বিজনেস ম্যাগাজিন ফোর্বস-এর সেরা ১০ ধনী অভিনেতার তালিকায় স্থান পেলেন তিন বলিউড অভিনেতা। তারা হলেন- শাহরুখ খান, সালমান খান ও অক্ষয় কুমার।

ফোর্বসের এই তালিকায় শীর্ষস্থানে রয়েছেন ‘ট্রান্সফর্মার্স’ অভিনেতা মার্ক ওয়াহলবার্গ।

শাহরুখ রয়েছেন অষ্টম স্থানে। তার আয় ৩৮ মিলিয়ন ডলার। ৩৭ মিলিয়ন ডলার আয় নিয়ে তালিকার নবম স্থানে সালমান। দশম অক্ষয় কুমার। তার আয় ৩৫.৫ মিলিয়ন ডলার।

হলিউডের সবচেয়ে বেশি রোজগেরে ওয়াহলবার্গের আয় ৬৮ মিলিয়ন ডলার।

গত বছর ফোর্বসের এই তালিকায় শীর্ষ স্থানে ছিলেন ডোয়েনে জনসন। এবার তিনি দ্বিতীয় স্থানে নেমে এসেছেন। তার আয় ৬৫ মিলিয়ন ডলার।

তৃতীয় স্থানে ‘দ্য ফেট অফ দ্য ফিউরিয়াস’ তারকা ভিন ডিজেল (আয় ৫৪.৫ মিলিয়ন ডলার)। অ্যাডাম স্যান্ডলার চতুর্থ ও জ্যাকি চ্যান তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular