বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

বিশ্বের দ্রুততম ডেটা এন্ট্রি অপারেটর! (ভিডিও)

নিউজ ডেস্ক:

কত তাড়াতাড়ি টাইপ করতে পারেন আপনি? প্রতি মিনিটে ৫০? নাকি ১০০? টাইপে নিজের হাতের গতি নিয়ে যদি মনে কোনো গর্ব থাকে তা হলে এই ভিডিওটি আপনাকে দেখতেই হবে। আপনার ভুল ধারণা ভেঙে যেতে বাধ্য। কারণ ইনি প্রতি মিনিটে টাইপ করেন ২১২টি করে অক্ষর!

একটি কনফেকশনারি দোকানের কর্মচারী তিনি। দোকানের জিনিসপত্রের হিসাব রাখা তাঁর প্রধান কাজ। আর এই হিসাব রাখতে গেলেই প্রতিটি জিনিসের ডেটা এন্ট্রিও করতে হবে নির্ভুল ভাবে। আর এই কাজটিই তিনি করেন দুরন্ত গতিতে। তাঁর ডেটা এন্ট্রি মেশিনটি ঝোলানো থাকে কোমরের বেল্টের সঙ্গে।

এক দিকে জিনিসের স্টক দেখেন, অন্য হাতে ঝড়ের গতিতে হাত চলতে থাকে অনর্গল। এমনকী মেশিনের বোতামগুলোর দিকে তাকানোর প্রয়োজন পর্যন্ত পড়ে না তাঁর।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়া একটি ভিডিওতে এমনটাই দেখা গিয়েছে। বাজারে আসতেই ভাইরাল হয়েছে সেটি। তবে ভিডিওটি কোন জায়গার তা জানা যায়নি। দেখুন সেই ভিডিওটি-

 

Similar Articles

Advertismentspot_img

Most Popular