বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বিশ্বকাপ ট্রফি নিয়ে নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ ভারতীয় দলের

আন্তর্জাতিক ডেক্সঃ

দীর্ঘ ১৩ বছর পর কোনো বিশ্বকাপ ট্রফি জিতেছে ভারত। ট্রফিখরা কাটিয়ে ভারতীয় দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় বিশাল পরিসরে উদযাপন করছেন ভারতের সর্বস্তরের মানুষ। ট্রফি নিয়ে দেশে পৌঁছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দেখা করতে গিয়েছিলেন ক্রিকেটাররা।

বৃহস্পতিবার (৪ জুলাই) বিশ্বকাপের ট্রফি নিয়ে ভারতীয় দলের সকল সদস্যদের সঙ্গে ছবি তোলেন প্রধানমন্ত্রী মোদি।

সেই ফটো সেশনের সময় প্রধানমন্ত্রীর ডানদিকে ছিলেন অধিনায়ক রোহিত শর্মা। বাঁ-দিকে ছিলেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। নরেন্দ্র মোদি যাতে বিশ্বকাপ ট্রফিটা ধরেন, সেজন্য হাত এগিয়ে দেন রোহিত। দ্রাবিড়ও হাত দিয়ে ধরেন। তবে মোদি নিজে ট্রফিতে হাত দেননি। বরং তিনি ডানহাত দিয়ে রোহিতের হাত ধরেন, বাঁ-হাতে ধরেন দ্রাবিড়ের হাত। তারপর ছবি তোলেন।

উল্লেখ্য, ২০১৩ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি পাওয়ার পর আর কোনো ট্রফি জয়ের স্বাদ পায়নি রোহিত-কোহলিরা। এর মাঝে একবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে, ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে এবং সর্বশেষ ঘরের মাটিতে ২০২৩ সালে অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হেরে ভারতের ট্রফিহীন পথচলাটা আরও দীর্ঘায়িত হয়।

নাটকীয় এক ফাইনালে গত ২৯ জুন বার্বাডোজের ব্রিজটাউনের কেনসিংটন ওভাল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয় ভারত।

Similar Articles

Advertismentspot_img

Most Popular