বিডিআর বিদ্রোহ: বিস্ফোরক মামলায় ২ শতাধিক আসামির জামিন

0
13

বিডিআর বিদ্রোহের ঘটনায় করা বিস্ফোরক মামলায় জামিন পেয়েছেন হত্যাকাণ্ডে খালাসপ্রাপ্ত এবং যাদের বিরুদ্ধে কোনো আপিল হয়নি এমন ২ শতাধিক আসামি। রোববার (১৯ জানুয়ারি) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. ইব্রাহিম মিয়ার অস্থায়ী আদালতে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের ভেতরে জামিন দেয়া হয়।

এদিন বেলা ১১টার পর আদালত কার্যক্রম শুরু হয়। আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ পারভেজ সাক্ষ্যগ্রহণ পেছানোর আবেদন করলে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর আলহাজ মো. বোরহান উদ্দিন সাক্ষ্য নেওয়ার আবেদন জানান। পরে উভয় পক্ষের যুক্তি-তর্ক শেষে বেলা ১১টা ৪৭ মিনিটে আদালতে সাক্ষ্য দেন প্রত্যক্ষদর্শী মেজর সৈয়দ মো. ইউসুফ।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এ ঘটনায় দুটি মামলা হয়; হত্যা ও বিস্ফোরক আইনে। হত্যা মামলায় খালাস পাওয়া এবং সাজা ভোগকারী অনেক আসামির মুক্তি আটকে ছিল বিস্ফোরক মামলার কারণে।

২০১৩ সালের ৫ নভেম্বর, হত্যা মামলার বিচার শেষ হলে ৮৫০ আসামির মধ্যে ১৫২ জনের ফাঁসি, ১৬০ জনের যাবজ্জীবন এবং ২৫৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। ২৭৮ জন খালাস পান। এরপর ২০১৭ সালের ২৭ নভেম্বর হাইকোর্টের দেয়া ডেথ রেফারেন্স ও আপিলের রায়ের ফলে ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়, ১৮৫ জনকে যাবজ্জীবন এবং ২২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। তবে ১৫ জনসহ মোট ৫৪ আসামি মারা গেছেন।

হাইকোর্টের রায়ের পর ২২৬ জন আসামি আপিল করেছেন, আর রাষ্ট্রপক্ষ ৮৩ জন আসামির খালাস ও সাজা কমানোর বিরুদ্ধে লিভ টু আপিল করেছে। এসব আপিল বর্তমানে শুনানির অপেক্ষায় রয়েছে।