নিউজ ডেস্ক:
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক সমিতির (বিজিএমইএ) বহুতল অবৈধ ভবন ভাঙার ব্যাপারে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে দায়েরকৃত রিভিউ আবেদনের শুনানি মুলতবি করেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার সকালে রাষ্ট্র পক্ষের আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ ‘নট টু ডে’ বলে আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বিজিএমইএ’র পক্ষে ছিলেন অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী।আগামী রবিবার এ রিভিউ আবেদনের শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবীরা।