বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বিকাশে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা : বন্ডবিলের আঙ্গুরা খাতুনের কাছ থেকে
নিউজ ডেস্ক: অভিনব কায়দায় মোবাইল ফোনে ‘জিনের বাদশা’ পরিচয় দিয়ে আঙ্গুরা খাতুন নামের এক মহিলার নিকট থেকে বিকাশে ৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। গত ১ মাস ধরে বাড়ির গৃহকর্তাসহ আঙ্গুরার দুই ছেলে ও এক মেয়েকে জ্বিনেরা হত্যা করবে বলে ভয় দেখিয়ে বিভিন্ন সময় একাধিক মোবাইল নাম্বারে ফোন করে বিকাশে তারা টাকা দিতে বলে। জমি বিক্রয়, সমিতির মাধ্যমে টাকা নিয়ে তাদের ফোনের মাধ্যমে হুমকির টাকা প্রদান করে আলমডাঙ্গার পৌরসভার বন্ডবিল গ্রামের মুন্সি আয়ুব আলীর স্ত্রী আঙ্গুরা খাতুন। গত ১৫ তারিখে আবারো টাকা চাওয়ায় নিজের সম্ভল হারিয়ে বান্ধবির নিকট ধারে টাকা নিতে আসায় তারই বুদ্ধিতে আলমডাঙ্গা থানায় অভিযোগ করে।
জানা গেছে, আলমডাঙ্গা পৌরসভার বন্ডবিল গ্রামের মুন্সি আয়ুব আলীর স্ত্রী আঙ্গুরা খাতুনকে দীর্ঘ ১ মাস ধরে ০১৭৯১-২৩৩৯১১, ০১৭২৮-৫৯২৮৭০, ০১৭৫১-৯২৯৬৬৪, ০১৬২৭-৮৭৪৯৮৫ নাম্বারে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করতো। গত ১৫ তারিখে আঙ্গুরা নিজের নাম্বার পাল্টিয়ে আবারো নতুন নাম্বার ফোনে চালু করলে জ্বিনের বাদশা তাকে বলে যতই নাম্বার বদল করো আমাদের কাছে সকল খবরই থাকে।
আঙ্গুরা একান্তভাবে এই প্রতিবেদকে জানান, মধ্যরাত, চারদিকে নীরবতা। হঠাৎই বেজে ওঠা মোবাইল ফোনটি রিসিভ করলে অপর প্রান্ত থেকে শোনা যায়, ভূতুড়ে শব্দ, এরই মধ্যে জিকির হচ্ছে। মোটা গলায় একজন বলতে শুরু করে তর বিপদ, মহাবিপদ। তর ছেলে মারা যাওয়ার মতো অসুখ হবে। মরেও যেতে পারে। কী করবি তুই। তোকে আমার পছন্দ। বিপদ থেকে আমি উদ্ধার করবো।
এরপর নিজেকে জ্বিনের বাদশা পরিচয় দিয়ে বলে, এই নাম্বারে টাকা বিকাশ কর। তর সমস্যা দূর হয়ে যাবে। পরের গল্পটা এমন- নিজের আসন্ন বিপদ থেকে মুক্তি পেতে চাহিদামতো টাকা জ্বিনের বাদশাকে তুলে দিয়ে মুক্তির পথ খোঁজেন নিরীহ আঙ্গুরা। এই পর্যন্ত সে জমি, সমিতি ও ধারের টাকা নিয়ে বিভিন্নভাবে বিকাশে প্রায় ৫ লাখ টাকা দেয়ার পরেও থেমে থাকেনি জ্বিনের পরিচয়দানকারী প্রতারক চক্র। সর্বহারা হয়ে গতকাল আলমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular