নিউজ ডেস্ক:
মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নবিষয়ক তথ্য আদান-প্রদানের লক্ষ্যে সমঝোতা স্মারক অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও ফিনল্যান্ড ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (আরএপি) মধ্যে।
বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৯ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত কাতারে অনুষ্ঠিত এগমন্ট গ্রুপের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটসমূহের সভা চলাকালে মঙ্গলবার এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
বিএফআইইউ এর পক্ষে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও বিএফআইইউ প্রধান আবু হেনা মো. রাজী হাসান এবং ফিনল্যান্ড এফআইইউ এর পক্ষে প্রধান কর্মকর্তা পেক্কা ভাসারা উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এ সমঝোতা স্বাক্ষরের ফলে বাংলাদেশের সঙ্গে ফিনল্যান্ডের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নবিষয়ক তথ্য আদান-প্রদান আরো সহজতর হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।