বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বিএনপির র‍্যালি কাল, বক্তব্য রাখবেন তারেক রহমান

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’সহ বাংলাদেশ নিয়ে দেশি-বিদেশি সকল ষড়যন্ত্রের প্রতিবাদে আগামীকাল শুক্রবার (৮ নভেম্বর) নয়াপল্টন থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত বিএনপির উদ্যোগে র‍্যালি হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে ভাসানী ভবনে সংবাদ সম্মেলনে এ কথা জানান ডা. জাহিদ হোসেন।

তিনি জানান, আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে র‍্যালির উদ্বোধন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর মানিক মিয়া এভিনিউতে র‍্যালির সমাপনী বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ডা. জাহিদ আরও জানান, ঐক্যের প্রতীক ঐতিহাসিক সাতই নভেম্বরের ছুটি যারা বাতিল করেছে, তাদের বিরুদ্ধেও প্রতিবাদ জানানো হবে এই র‍্যালি থেকে।

র‍্যালিকে কেন্দ্র করে কোনো উস্কানিতে কান না দিয়ে সুশৃঙ্খলভাবে নেতাকর্মীসহ সকল পর্যায়ের মানুষদের অংশ নেয়ার আহ্বান জানিয়েছে বিএনপি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular