বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

বিএনপি নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত : ফখরুল !

নিউজ ডেস্ক:

সহায়ক সরকার ও নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত থাকলে বিএনপি সব সময় নির্বাচনে যেতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শ্রমিকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে মির্জা ফখরুল এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা একটা নির্বাচনমুখী রাজনৈতিক দল। আমরা নির্বাচনে বিশ্বাস করি। যদি সহায়ক সরকার থাকে, নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত থাকে-আমরা নির্বাচনের জন্য সব সময় প্রস্তুত।

বিএনপির মহাসচিব বলেন, গণতান্ত্রিক পরিসরকে তারা সংকুচিত করছে। যে আয়–রোজগার করেছেন সেগুলো নিয়ে তো পালাতে হবে, যদি ক্ষমতায় থাকতে না পারেন। জনগণ বিচার করবেন তারা কী কাজ করেছেন দেশের জন্য, দুর্নীতি কতটুকু করেছেন। মির্জা ফখরুল অভিযোগ করেন, নিজেদের রাজনীতি টিকিয়ে রাখতে প্রতিপক্ষ দমনে প্রতিনিয়ত ব্যস্ত সরকার। বর্তমান সরকার শ্রমিক বান্ধব নয় বলেও অভিযোগ করেন ফখরুল।

Similar Articles

Advertismentspot_img

Most Popular