চুয়াডাঙ্গা জেলা বিএনপির মানববন্ধন কর্মসূচি পালন
খালেদা জিয়াকে মুক্ত করে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে -বিএনপি নেতা শরীফ
নিউজ ডেস্ক:বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ চ্যারিটেবল মামলায় ফরমায়েসী রায়ের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। গতকাল বুধবার বেলা ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনির সভাপতিত্বে মানবন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ভয় পেয়েই সরকার মিথ্যা মামলা ও সাজানো রায় দিয়ে তাঁকে রাজনীতি থেকে দূরে রাখতে চায়। খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলা ও রায় সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিএনপির এই নেতা রায়কে রাজনৈতিক প্রতিহিংসামূলক উল্লেখ করে বলেন, সরকার সাংবিধানিক সকল প্রথা ও প্রতিষ্ঠানকে একে একে ধ্বংস করেছে। গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, সামাজিক ন্যায়বিচার কিছুই এখন আর অবশিষ্ট নেই। মানুষের শেষ ভরসাস্থল বিচার বিভাগকেও তারা ধ্বংস করে সংকীর্ণ রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ব্যবহার করে যাচ্ছে। তিনি আরো বলেন, এই রায়ের পর বিএনপি ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ। আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে।
চুয়াডাঙ্গা জেলা জাসাস’র সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও মহিলা দল নেত্রী জাহানারা পারভীন, পৌর বিএনপির সহ-সভাপতি খাইরুল ইসলাম, পৌর বিএনপির সংগঠনিক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোকাররম হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলু, পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল কালাম আজাদ, ৩নং ওয়ার্র্ড বিএনপির সভাপতি কুদ্দুস মহলদার, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাফিজুল ইসলাম মুক্ত, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনোয়ার হোসেন জোয়ার্দ্দার, আব্দুল হান্নান, আনিসুল হক বিশু, বেল্টু মল্লিক, জেলা যুবদল নেতা মনিরুজ্জামান লিপটন, বদরুদ্দিন বাদল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আসাদুল হক বটুল, রাশেদুল ইসলাম রাশেদ, জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন হাবলু,
জেলা তরুণ দলের আহ্বায়ক মাবুদ সরকার, আব্দুল ওহাব, মো: সামসুল হক ঝন্টু, মহিউদ্দীন খাজা, মুনছুর আলী, আব্দুর রহিম, বাবলু রহমান, আব্দুস সামাদ, সাবেক ছাত্রনেতা এসএম হাসান, রিন্টু মহলদার, যুবদল নেতা এরশাদ আলী, শেখ সামসুল, ইমরুল হাসান ফটিক, আব্দুস ছালাম, রুবেল হাসান, ছানোয়ার, শাহা জামাল, মান্না দেওয়ান, রফিকুল ইসলাম রফিক, রনি আলী, রুবেল হোসেন, আলিম জোয়ার্দ্দার, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আমানউল্লাহ আমান, জেলা ছাত্রদল নেতা সাহেদ সিদ্দিকি সোহেল, সুমন আলী, হাসান, সুমন, রুবেল আহমেদ, রাজা, মোস্তাফিজুর রহমান কনক, কলেজ ছাত্রদল নেতা সাইমুম আরাফাত, কানন, শান্ত, রনি, মিন্টু, মাহাবুব, জেসান, রাসেল, শরীফ, শান্ত, বাদল, টুকু, আরিফ, সদ্য কারামুক্ত ছাত্রনেতা মীর উজ্জ্বল, ফরিদ, ম-ল, স্বাধিন, জাহিদুল, সালামিন, রাজা, মুজাহার, রুবেল, চাঁন, সুমন, ছোট নাঈম, রোকন প্রমূখ।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ চ্যারিটেবল মামলায় ৭ বছরের কারাদন্ড প্রদান করে বিশেষ ট্রাইব্যুনাল আদালত।
এদিকে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে দুর্নীতি মিথ্যা মামলার রায়ের প্রতিবাদে মাননবন্ধন কর্মসূচি পালন করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। গতকাল বুধবার বেলা ১২টায় দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মজিবুল হক মালিক মজু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা। জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম রতনের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন জেলা যুবদল নেতা আশরাফ বিশ্বাস মিল্টু, মোখলেছুজ্জামান মোখলেছ, মামুন রেজা সবুজ, আরিফুজ্জামান পিন্টু, আতিয়ার রহমান লিটন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এম এ তালহা, যুগ্ম-আহ্বায়ক মঞ্জুরুল জাহিদ প্রমূখ।