বিএনপি আমলে দেশে আইনের শাসন ছিল না : আইনমন্ত্রী

0
35

নিউজ ডেস্ক:

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি’র আমলে এদেশে কোন আইনের শাসন ছিলনা। তারা কোর্টকে তাদের পকেটের মধ্যে রাখতো। সেই আমল বদলে গেছে কিন্তুু তাদের চিন্তাধারার কোন পরিবর্তন হয়নি। আজ শুক্রবার দুপুরে নবনির্মিত কসবা উপজেলা পরিষদ ভবন উদ্বোধন কালে সাংবাদকিদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনার ট্রেনবহরে হামলার বিচার প্রসঙ্গে তিনি আরো বলেন, দীর্ঘ ২২ বছর পর সম্পূর্ণ সাক্ষী প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালত এ রায় দিয়েছেন। এটাকে ফরামায়েসি রায় কি করে তারা বলে এটা আমি বুঝিনা। ৪ কোটি ১১ লাখ টাকা ব্যায়ে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন ও হলরুম উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান, উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন ও পৌরমেয়র মো.এমরান উদ্দিন জুয়েলসহ নেতৃবৃন্দ।