নিউজ ডেস্ক:
বাহরাইনে নির্মাণ কাজ করার সময় টাইলস মাথায় পড়ে কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্ণমতি গ্রামের সফিকুল ইসলাম (৩২) নামের এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন।
গত সোমবার বাহরাইনের স্থানীয় সময় রাত ১০ টায় নির্মাণ কাজ করার সময় আল হোরা এলাকায় টাইলস মাথায় পড়ে ঘটনাস্থলেই সফিক নিহত হন। তিনি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের পূর্ণমতি গ্রামের আব্দুর রশিদের ছেলে।
নিহত সফিকের বাড়িতে গিয়ে জানা যায়,৪ লাখ টাকা ঋণ করে ২০১৩ ইং সনে বাহরাইনে যান মো: সফিকুল ইসলাম। সোমবার পুত্রের মৃত্যুর সংবাদ শুনে তার পিতা মাতা, ভাই-বোন, আত্মীয় স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। নিহত মো: সফিকুল ইসলাম ৩ ভাই ২ বোনের মধ্যে ৩য়।
সফিকুলের বাবা আব্দুর রশিদ ও মা সফুরা খাতুন বলেন, এ বছর ছুটিতে আসলে তাকে বিয়ে করানোর কথা ছিলো, তার জন্য পাত্রীও দেখাদেখি চলছিল।