বার্সেলোনায় নিহতদের স্মরণে শোক র‍্যালি !

0
46

নিউজ ডেস্ক:

স্পেনের পর্যটন নগরী বার্সেলোনায় সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে এক শোক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদজুমা বাংলাদেশি অধ্যুষিত লাভাপিয়েছে এই শোক র‍্যালি অনুষ্ঠিত হয়।
স্পেনের মুসলিম কমিউনিটির উদ্যাগে এবং বাংলাদেশ বায়তুল মোকাররম জামে মসজিদের সার্বিক তত্বাবধানে এই র‍্যালিতে বিপুল সংখ্যক মুসল্লি ছাড়াও স্পেনিশরা অংশ নেন। এসময় অংশগ্রহণকারীদের হাতে ছিল সন্ত্রাস বিরোধী প্ল্যাকার্ড।

গত ১৫ সেপ্টেম্বর র‍্যালি পরবর্তী এক শোক সভা লন্ডনে পাতাল রেলে সন্ত্রাসী হামলার কারণ দেখিয়ে পুলিশ নির্ধারিত স্মরণ সভা তাৎক্ষণিকভাবে বাতিল করে দেয়। পরে সাংবাদিকদের মুসলিম কমিউনিটির সাধারণ সম্পাদক আজম কাল কুয়াফি আগামী ২২ সেপ্টেম্বর বাদজুমা বার্সিলোনার সন্ত্রাসী হামলার নিহতদের স্মরণে শোক র‍্যালি এবং স্মরণ সভা লাভাপিয়েছ চত্বরে অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে অংশ নেনে মাদ্রিদ সিটির ডেপুটি মেয়র খরগে গারসিয়া, বাংলাদেশ বায়তুল মোকাররম জামে মসজিদ কমিটির সভাপতি খুরশেদ আলম মজুমদার, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি জামাল উদ্দিন মনির, মসজিদের খতিব মোহাম্মেদ হাসান, সিনিয়র সহ-সভাপতি কাজি এনায়েতুল করিম তারেক, সহ-সভাপতি জাকির হুসেন, স্পেন আওয়ামী লীগ নেতা দুলাল সাফা, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি এ কে এম জহিরুল ইসলাম, মাসুদুর রহমান নাসিম, বালিয়ান্তে বাংলার সভাপতি ফজলে এলাহি, রমিজ উদ্দিন, বাংলাদেশে অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সুমন নুর, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সভাপতি লুতফুর রহমান, বিএনপি নেতা আবু জাফর রাসেল, সোহেল আহমেদ সামসু, কমিউনিটি নেতা আব্দুর রাজ্জাক, রানা মাসুদ, আবুল কাশেম, খলিকুজ্জামান কামাল, আরাফাত খান, আব্দুল আউয়াল, সাইফুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট স্পেনের পর্যটন নগরী বার্সেলোনায় সন্ত্রাসী হামলা সংগঠিত হয়। একটি পর্যটনকেন্দ্রে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে ১৩ জন নিহত ও শতাধিক পথচারী আহত হন।