বাণিজ্য মেলায় ক্রেতা-দর্শনার্থীদের ভিড় বাড়ছে!

0
42

নিউজ ডেস্ক:

ছুটির দিন না থাকলেও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা-দর্শনার্থীদের ভিড় বাড়ছে।বুধবার মেলায় গিয়ে দেখা যায়, বিকেলের পর থেকে বাড়তে শুরু করেছে ক্রেতা-দর্শনার্থীর ভিড়। ক্লাসের চাপ কম থাকায় বড়দের সঙ্গে শিক্ষার্থীরাও আসছেন মেলায়।  ঘুরে দেখছেন মেলার বিভিন্ন স্টল। এর মধ্যে গৃহস্থালি সামগ্রী, মেয়েদের সাজসজ্জা ও প্রযুক্তি পণ্যের স্টলগুলোতে দর্শনার্থীদের আগ্রহ বেশি।

তবে এখনও কিছু স্টলের কাজ সম্পন্ন না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন তারা।এদিকে, সময় যত গড়াবে তত ভিড় আরো বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা। আর সে লক্ষ্যেই মেলার চতুর্থ দিন থেকে তারা পণ্যে ছাড়সহ ক্রেতা আকর্ষণে নানা উদ্যোগ নিয়েছেন।

এ বছর মেলায় ভারত, পাকিস্তান, চীন, মালয়েশিয়া, ইরান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্রসহ অংশ নিচ্ছে ২১টি দেশ। মেলায় এবারও সাধারণ, প্রিমিয়ার, সংরক্ষিত, বিদেশি, সাধারণ মিনি, সংরক্ষিত মিনি, প্রিমিয়ার মিনি, বিদেশি মিনি প্যাভেলিয়ান, সাধারণ ও প্রিমিয়ার স্টল, ফুড স্টল, রেস্তোরাঁসহ ১৩ ক্যাটাগরিতে ৫৮০টি স্টল রয়েছে।

রয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস সমৃদ্ধ বঙ্গবন্ধু প্যাভিলিয়ন, ই-শপ, শিশুপার্ক, রক্ত সংগ্রহ কেন্দ্র, প্রাথমিক চিকিৎসা, মা ও শিশু কেন্দ্র, ফুলের বাগান, এটিএম বুথ।

১ জানুয়ারি শুরু হওয়া এ মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে মেলা। মেলায় প্রাপ্ত বয়স্কদের জন্য প্রবেশ টিকেটের মূল্য ৩০ ও অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা রাখা হয়েছে।