বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বাগাতিপাড়ায় জুয়েলারি দোকানে চুরি

মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিহারকোল বাজারের আলংকার জুয়েলার্স নামে একটি জুয়েলারি দোকানে চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (১৬ই জুলাই) দিবাগত রাতের কোন এক সময় দোকানের পিছনে দেয়াল ভেঙে ভেতরে ঢুকে প্রায় ৭ ভরি স্বর্ণের ও ২৫০ ভরি চাঁদির অলংকার চুরি করে নেয় দুর্বৃত্তরা।
জুয়েলার্সের সত্বাধিকারী ধ্রুব কুমার কুন্ডু জানান, প্রতিদিনের ন্যায় রাতে দোকান বন্ধ করে তিনি ও কর্মচারীরা বাড়ি চলে যান। মঙ্গলবার (১৭ই জুলাই) সকালে স্থানীয় লোকজন মারফত জানতে পারেন তার দোকানে পেছনের দেয়াল ভাঙ্গা এবং পাশের বাগানে দোকানের সিন্দুকটি পড়ে আছে। ঘটনা জানার পর ছুটে এসে দেখেন দেয়াল ভেঙ্গে অলংকার রাখার সিন্দুকটি বের করা হয়েছে এবং দোকানের বিভিন্ন আসবাবপত্র মেঝেতে ফেলে রাখা হয়েছে। তিনি জানান, স্বর্ণ ও চাঁদি মিলে প্রায় ৭ লক্ষ টাকার অলংকার চুরি হয়েছে।
বাগাতিপাড়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। । এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular