সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫
সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫

বাংলাদেশের পাঠ্যপুস্তকের তথ্য ও মানচিত্র নিয়ে চীনের আপত্তি

বাংলাদেশের দুটি পাঠ্যবই এবং জরিপ অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এশিয়ার মানচিত্র নিয়ে আপত্তি জানিয়েছে চীন। দেশটির দাবি, মানচিত্রে তাদের ভূখণ্ড জ্যাংনান ও আকসাই চীনকে যথাক্রমে ভারতের অরুণাচল প্রদেশ ও জম্মু-কাশ্মিরের অংশ হিসেবে দেখানো হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) কূটনৈতিক সূত্র জানিয়েছে, গত বছরের নভেম্বরের শেষদিকে বেইজিং আনুষ্ঠানিকভাবে ঢাকাকে বিষয়টি জানিয়েছে। অভিযোগ করা হয়েছে, ইবতেদায়ি মাদ্রাসা ও স্কুলের চতুর্থ শ্রেণির সামাজিক বিজ্ঞান বইয়ের পাশাপাশি জরিপ অধিদপ্তরের মানচিত্রেও একই ভুল রয়েছে।

চীনের বক্তব্য, জ্যাংনান ও আকসাই চীন দীর্ঘদিন ধরে তাদের ভূখণ্ডের অন্তর্ভুক্ত। এ বিষয়ে বাংলাদেশ সরকারকে চিঠিও পাঠিয়েছে বেইজিং। পাশাপাশি নবম শ্রেণির বইয়ে হংকং ও তাইওয়ানের সঙ্গে বাণিজ্য-সংক্রান্ত তথ্যকেও ভুল উল্লেখ করে আপত্তি জানিয়েছে দেশটি। চীন বলছে, হংকং ও তাইওয়ান তাদের অবিচ্ছেদ্য অংশ।

এই আপত্তির পর বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সঙ্গে যোগাযোগ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এনসিটিবির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন পাঠ্যবই ইতোমধ্যে ছাপানো হয়ে গেছে, ফলে এখনই সংশোধনের সুযোগ নেই।

পরিস্থিতি ব্যাখ্যা করে চীনকে অযথা চাপ না দিতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। পাশাপাশি বিষয়টি সমন্বিতভাবে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular