উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে :এমএএস ইমন

0
21

মুজিবনগর প্রতিনিধিঃ

বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে । আর এজন্য আমাদের নৌকা প্রতীকে ভোট দিতে হবে গতকাল শুক্রবার বিকালে মুজিবনগর উপজেলার ভবের পাড়া গ্রামে সরকারের সাফল্য ও উন্নয়ন অগ্রগতি নিয়ে মা সমাবেশ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন একথা গুলো বলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকশনা উপ-কমিটির সদস্য এমএএস ইমন। তিনি অরোও বলেন বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে।

এক্সপার্ট কোচিং সেন্টারের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কোচিং-এর উপদেষ্ঠা ফজলুল হকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কোচিং-এর পরিচালক ইসতিয়াক হোসেন। কোচিং-এর সহকারী শিক্ষক আব্দুল মালেকের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান চন্দন, যুগ্ম আহবায়ক আতিক স্বপন, জেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক এনামুল হক, মিস লোনা মন্ডল প্রমূখ। পরে কৃতি শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। এরআগে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে এমএএস ইমন সমাবেশ স্থানে প্রবেশ করলে গ্রামবাসী ফুল ছিটিয়ে তাকে বরণ করে নেন।