বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বাংলাদেশ মমতার বিকল্প প্রস্তাব আমলে নেয়নি : ইনু

নিউজ ডেস্ক:

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিস্তায় পানি নেই দাবি করে কয়েকটি ছোট নদীর পানি বণ্টনের যে বিকল্প প্রস্তাব  দিয়েছেন, বাংলাদেশ তা আমলে নেয়নি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে সোমবার সচিবালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

মমতা ব্যানার্জির প্রস্তাব নিয়ে এক প্রশ্নের জবাবে ইনু বলন, ‘এটি আমরা এখনো আমলে নেইনি, আমলে নেওয়ার দরকার নাই। তিস্তা তিস্তাই, তিস্তার পানি বণ্টন করার জন্য আরেকটি নদীর কোথায় কী হবে, সেটা এখানে আলোচনায় অন্তর্ভুক্ত হতে পারে না।’

প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বেরিয়ে এসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিষয়টি তিনি শেখ হাসিনাকে ‘বুঝিয়ে বলেছেন’।

অবশ্য নয়াদিল্লিতে দুদেশের শীর্ষ বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তিনি আশাবাদী দুই দেশের বিদ্যমান সরকারই এ জট খুলতে পারবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular