বাংলাদেশ ইউনিভার্সিটিতে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন !

0
33

নিউজ ডেস্ক:

বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটিতে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে।বাংলাদেশ ইউনিভার্সিটি শাখার বঙ্গবন্ধু ছাত্র পরিষদ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
গত মঙ্গলবার ইউনিভার্সিটির সামনে এ কর্মসূচিতে ইউনিভার্সিটির সব শিক্ষার্থী ও শিক্ষক সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রতিবাদ জানায়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল হক শরীফ। অন্যান্যের মধ্যে পরিচালক (প্রশাসন ও নিরাপত্তা) কেএসএম এজাজ আফজাল বীর প্রতীক (অব.), বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি সায়েদুর রহমান (সাগর), সাধারণ সম্পাদক রাহাত হোসেন, আওয়ামী আইন ছাত্র পরিষদ, বিইউয়ের শাখার সভাপতি মো. ওসমান গনি নোমান, ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সন্ত্রাস ও জঙ্গিবাদসহ অপরাধ প্রবণতা ঠেকাতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের মনে ধর্মের নামে সন্ত্রাসের বিরুদ্ধে চেতনা জাগ্রত করার উদ্যোগ নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় আজকের এ আয়োজন।

বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল হক শরীফ বলেন, আজকের দিনে সবচেয়ে বড় সমস্যা জঙ্গি ও সন্ত্রাসবাদ। এর বিরুদ্ধে শিক্ষার্থীদের মধ্যে চেতনা জাগ্রত করতে হবে। মানববন্ধন শেষে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়।