নিউজ ডেস্ক:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, তিনি জয়ী হলে শহরের বর্জ্য ব্যবস্থাপনার সুষ্ঠু সমাধান হবে। দখলমুক্ত হবে ফুটপাত।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ৯ নম্বর ওয়ার্ড জালকুড়ি এলাকায় গণসংযোগের সময় এসব কথা বলেন আইভী।
প্রচারণার সময় আইভী জানান, নির্বাচিত হলে বর্জ্য ব্যবস্থাপনার সুষ্ঠু সমাধান হবে। এ বিষয়ে জাপানের সহযোগিতা সংস্থা জাইকার সঙ্গে কথা হয়েছে।
শুধু আওয়ামী লীগ নয়, বিএনপি-জাপার ভোটাররা তাকে ভোট দেবেন বলে আশা প্রকাশ করেন আইভী।
দুপুরে আইভীর পক্ষে রাজধানী ঢাকা থেকে নারায়ণগঞ্জের সাবেক ফুটবলার বাদল রায় ও সংগঠক সাবেক সংসদ সদস্য হারুন অর রশিদ নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গণসংযোগ শুরু করে মিশনপাড়া ও খানপুর হয়ে আবার চাষাঢ়ায় ফিরে আসেন।
ওই সময় তারা নৌকা মার্কায় ভোট চেয়ে জানান, ডা. আইভী সৎ ও যোগ্য লোক। আইভীর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তারা।