বন্যার্তদের সাহায্যার্থে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের অনুদান !

0
48

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের অস্ট্রেলিয়া শাখার একটি প্রতিনিধিদল বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে বন্যার্তদের সাহায্যার্থে অনুদানের চেক হস্তান্তর করেছে।

সম্প্রতি সংগঠনের সভাপতি সিরাজুল হক ও সাধারণ সম্পাদক পি.এস.চুর্ন্নুর নেতৃত্বে প্রতিনিধিদলটি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে অনুদানের ওই চেক হস্তান্তর করেন।

প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন- সংগঠনের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মোল্লা, সিনিয়র সাংগঠনিক সম্পাদক আব্দুল খাঁন রতন, সাংগঠনিক সম্পাদক মোসলেউর রহমান খুশবু ও মহিলা বিষয়ক সম্পাদিকা বিলকিস জাহান। শেখ হাসিনা অনুদানের চেক গ্রহণ করে নেতৃবৃন্দসহ অস্ট্রেলিয়া প্রবাসী সকলকে ধন্যবাদ জানান।

এ সময় গণভবনে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা, সংসদ সদস্যবৃন্দ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অস্ট্রেলিয়া শাখা আওয়ামী লীগের নেতৃবৃন্দও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।