বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বন্যার ঝুঁকিতে ৪৫ হাজার মানুষ সরাচ্ছে জাপান

প্রবল বর্ষণে গুরুতর বন্যার ঝুঁকি দেখা দিয়েছে জাপানের চার শহরে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ শুরু করেছে জাপানের পুলিশ ও দুর্যোগ মোকাবিলা দপ্তরের সদস্যরা। সেই লক্ষ্যে এই শহরগুলো থেকে ৪৫ হাজার মানুষকে সরানোর কাজ শুরু হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা।

ওয়াজিমা, সুজু, নিগাতা ও ইয়ামাগাতা শহর থেকে মোট ৪৫ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই লোকজনদের সবাই অপেক্ষাকৃত নিচু এলাকায় বসবাস করেন। বন্যা শুরু হলে সবার আগে এসব অঞ্চল ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে।

জাপানের বিভিন্ন অঞ্চলে গত কয়েক দিন ধরে মাঝারি ও ভারী বর্ষষণ হচ্ছে। জাপানের কেন্দ্রীয় আবহাওয়া সংস্থা জাপান মেটেরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) ইতোমধ্যে কয়েকটি এলাকায় প্রবল বর্ষণ জনিত সতর্কবার্তা জারি করা হয়েছে।

জাপানের রাষ্টায়ত্ত টেলিভিশন চ্যানেল এনএইচকে জানিয়েছে, গত কয়েক দিনের বর্ষণে দেশটির ১২টি নদীর পানি বিপজ্জনক মাত্রায় বেড়েছে। এর মধ্যে বেশ কয়েকটি নদীর তীরবর্তী এলাকাগুলোতে বন্যা শুরু হয়ে গেছে ইতোমধ্যে। ওয়াজিমা শহরেও ঢোকা শুরু হয়েছে বন্যার পানি। সূত্র: আল জাজিরা

Similar Articles

Advertismentspot_img

Most Popular