বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বদলে যেতে চলেছে সব টেলিফোন নম্বর সকল গ্রাহকের নম্বর ১১ ডিজিটে রূপান্তর করা হবে।

নিউজ ডেস্ক:

উন্নত সেবা নিশ্চিতের লক্ষ্যে বিটিসিএল-এর সকল গ্রাহকের নম্বর ১১ ডিজিটে রূপান্তর করা হবে। মঙ্গলবার একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিটিসিএল।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গুলশান টেলিফোন এক্সচেঞ্জের ৯৮৪, ৯৮৫, ৯৮৬, ৯৮৮, ৯৮৯ গ্রুপের নম্বরসমূহ সাত ডিজিটের পরিবর্তে ১১ ডিজিটের নম্বরে রূপান্তর করা হবে। এই নিয়ম অনুযায়ী ৯৮৬, ৯৮৮, ৯৮৯ গ্রুপের নম্বরসমূহের শেষ পাঁচ ডিজিট অপরিবর্তিত থাকবে। এ ছাড়া ৯৮৪, ৯৮৫ গ্রুপের নম্বরসমূহ নতুন নম্বরে পরিবর্তিত হবে। আর বাংলাদেশের বাইরে থেকে এসব নম্বরে কল করতে হলে ১১ ডিজিটের পূর্বে ৮৮ যোগ করতে হবে। অর্থাৎ বিদেশ থেকে কলের ক্ষেত্রে ১৩টি ডিজিট চাপতে হবে।

সারা দেশকে ৫টি জোনে ভাগ করে এ পরিবর্তন শুরু করবে বিটিসিএল। এতে একই জোনের ভিতরে যে কোনো স্থানে টেলিফোন স্থানান্তর করলে তার টেলিফোন নম্বর অপরিবর্তিত থাকবে।

তবে অন্য জোনে স্থানান্তর করলে শুধুমাত্র প্রথম ডিজিট অর্থাৎ জোন কোডটি পরিবর্তন হবে, বাকি সব ডিজিট একই থাকবে। পরিবর্তিত নম্বরসমূহের তালিকা বিটিসিএল ওয়েবসাইট www.btcl.gov.bd এ পাওয়া যাবে।

প্রাথমিকভাবে গুলশান এক্সচেঞ্জের আওতাধীন নম্বরসমূহ ১১ ডিজিটে পরিবর্তনের মাধ্যমে একাজ শুরু করবে বিটিসিএল।

 

Similar Articles

Advertismentspot_img

Most Popular