রবিবার বেলা সাড়ে ১১টার দিকে গাড়িগুলোয় আগুন দেওয়া হয়। তবে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের গাড়ি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন, বিএসএমএমইউতে আগুন লাগার খবর পেয়েছি। তবে পুলিশ প্রটেকশন না পাওয়ায় ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে পারছে না।
জানা গেছে, হাসপাতালের ভেতরে অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা আর বাইরে কোটা সংস্কার আন্দোলনকারীরা। একপর্যায়ে আন্দোলনকারীরা হাসপাতালের ভেতরে প্রবেশ করলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে।
এরপর হাসপাতাল ভবনের নিচতলার মার্কেটের ভেতর থেকে মোটরসাইকেল বের করে তাতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।