বগুড়ায় ধর্ষণের ঘটনায় জড়িতদের কঠিন শাস্তি দিতে হবে: রুহুল কবির রিজভী !

0
22

নিউজ ডেস্ক:

বগুড়ায় ধর্ষণের ঘটনায় জড়িতদের কঠিন শাস্তি দিতে হবে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের ছত্রছায়ায় আওয়ামী সন্ত্রাসীরা যখন যা ইচ্ছা, তাই করছে। কতো বড় জঘন্য ঘটনা, মেয়েকে ধর্ষণের পরে তার মাকেও নির্যাতন করা হয়। বগুড়ায় ধর্ষণের ঘটনা জড়িত তুফানসহ সবাইকে কঠিন শাস্তি দিতে হবে। আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, তুফান আ. লীগের বিদায়ের আরো এক ধাপ সাইরেন বাজিয়ে দিলো। এতে এটাই প্রমাণিত হয় যে, সরকারের নির্দেশেই তারা এসব জঘন্য কাজ করে বেড়ায়।  রিজভী বলেন, এ সরকার কখনো জনগণের ভালো চায় না। যদি চাইতো, তাহলে নিরপেক্ষ একটি নির্বাচন দিয়ে জনগণের ভোটের অধিকার দিতো। কিন্তু জনগণের অধিকারও তারা আজ কেড়ে নিয়েছে।

মানববন্ধনে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফেরোজা আব্বাস, সিনিয়র সহ-সভাপতি নুরজাহান ইয়াসমিন, সহ-সভাপতি জেবা খান, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।