বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

ফোকাস কেড়ে নিলেন বিরাট-আনুশকা !

নিউজ ডেস্ক:

গুজবে যে কান দিতে নেই তা ফের একবার প্রমাণ করলেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। হাতে হাত রেখে খোশমেজাজে প্রবেশ করলেন এই নক্ষত্র জুটি। সেখানে ভারতীয় দলের প্রায় প্রত্যেকটি খেলোয়াড় উপস্থিত। কিন্তু প্রবেশের সঙ্গে সঙ্গেই ক্যামেরার ফোকাস কেড়ে নিলেন বিরাট-আনুশকা জুটি।

না কোনও সিনেমা হলে সিনেমা দেখতে নয়। শচীন তেন্ডুলকারের বায়োপিক দেখতে। আর এখানেই সবার চোখ সরে গেল বিরাট–অানুশকার দিকে। স্বয়ং শচীনকে দেখা গেল নিজের স্ত্রী অঞ্জলির সঙ্গে আনুশকাকে পরিচয় করিয়ে দিতে। একে একে প্রায় সবাই এগিয়ে গিয়ে কিছু কথা বলে ফেললেন। অর্থাৎ সৌজন্যতা আর কী।

কিন্তু বিরাট মাঠের বাইরেও প্রমাণ করলেন লোকমুখে তাঁদের সম্পর্ক নিয়ে যা প্রচার করা হয় তা বাস্তবে ঠিক নয়। একপ্রকার বার্তা দেওয়া তাঁরা আছেন একই রকম। যেমনটা আগে ছিল। আর এই বার্তা দেওয়ার এটাই সঠিক স্থান বলে তিনি মনে করেছেন। অানুশকার কোমর ধরে শচীন–অঞ্জলির মধ্যমণি হয়ে ছবি তুললেন তাঁরা। অানুশকাও চমৎকার পোশাক পড়ে হালকা মেজাজে ধরা দিলেন সবার মাঝে। বোঝালেন সঙ্গে আছি বিরাটের। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়তে সময় লাগেনি। ‌‌

সূত্র: আজকাল

Similar Articles

Advertismentspot_img

Most Popular