শিতের বিদায় এর সঙ্গে সঙ্গে জাতীয় কবি কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রঙিন হয়ে উঠেছে বাহারী ফুলের ছোঁয়ায়। ক্যাম্পাস জুড়ে গাধা, কসমসস সহ চারিপাশে বিভিন্ন প্রজাতির ফুল ফুটে চারিপাশ কে করেছে আরো প্রাণবন্ত ও মনোমুগ্ধকর ।
প্রকৃতির এই শোভা শুধু ক্যাম্পাসের সৌন্দর্য বাড়াচ্ছে না,বরং শিক্ষার্থীদের মনন ও অনুভূতির সংঙ্গেও এক গভির সংযোগ সৃষ্টি করেছে। প্রকৃতির এই অপূর্ব দৃশ্য উপভোগ করতে ক্যাম্পাসের আনাচে-কানাচে জড়ো হচ্ছে শিক্ষার্থীরা, ছবি তুলছে, কাটাচ্ছে প্রাণবন্ত সময়।
ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ এর এক শিক্ষার্থী বলেন,”ক্যাম্পাসের এই ফুলের সৌন্দর্য আমাদের ব্যস্ত জীবন এক টুকরো শান্তির ছোঁয়া।
অন্য এক শিক্ষার্থী বলেন,”প্রতিদিন সকালবেলা ক্যাম্পাসে ঢুকে যখন শিশির ভেজা পাপড়িগুলো দেখি, মনে হয় প্রকৃতি আমাদের জন্য এক নতুন দিনের উপহার নিয়ে এসেছে।”
এই ফুলের আয়োজন যেমন ক্যাম্পাস কে সুন্দর্যমন্ডিত করেছে তেমনি শিক্ষার্থিদের মনে প্রকৃতির প্রতি ভালোবাসা ও সংবেদনশীলতা বাড়িয়ে তুলছে।