নিউজ ডেস্ক:আলমডাঙ্গায় ফুটপাত দখল করে ব্যবসার করার অপরাধে ১৭ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন আলী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা যায়, আলমডাঙ্গা শহরের মাছের বাজার, তহহাট, চালের বাজার ও ফলের হাটে সরকারি জায়গা ফুটপাত দখল করে ব্যবসা করার কারণে জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে। গত এক সপ্তাহ আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি জায়গা ছেড়ে দেওয়ার জন্য ব্যবসায়ীদের আল্টিমেটাম দেওয়া হয়। সপ্তাহ শেষ হলে গতকাল বাজারে আকস্মিকভাবে অভিযান পরিচালনা করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন আলী। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে স্থানীয় মাছ বাজারের মাছ ব্যবসায়ী আব্দুল মজিদকে ৫ শ টাকা, শহিদ ফকির ৫ শ টাকা, আব্দুর রহিম ৫ শ টাকা, হাসিবুল হক শাবুকে ৫ শ টাকা, চালের হাটে চাল ব্যবসায়ী জাহিদুলকে ২ হাজার টাকা, সেলিম ২ হাজার টাকা, ফলের দোকানে রবিউলকে ৫ শ টাকা, রাজ্জাক ৫ শ টাকা, মুদি দোকানে লাল মোহাম্মদকে ২ হাজার টাকা, রাহাত ২ হাজার টাকা, জুয়েল ২ হাজার টাকা, রেজা ২ হাজার টাকা, হাসান ২ হাজার টাকা, কাঁচা বাজার মসজিদ মার্কেটের জহুরুলকে ২ হাজার টাকা, বাবুল ২ হাজার টাকা, তোফাজ্জেল ২ হাজার টাকা ও সুবলকে ২ হাজার টাকা করে ১৭ জনের কাছ থেকে মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। স্থানীয় সরকার পৌরসভা আইনের ২০০৯-এর ৭ ধারা মোতাবেক ১০৯ ধারায় তাঁদের জরিমানা করেছে। জব্দ করা হয় মাছ, চাল, আটা ও ফল। জব্দ হওয়া এসব মালামাল আলমডাঙ্গার ৮ এতিমখানার এতিমদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়।