ফিলিস্তিনি নাগরিককে গাড়ির সাথে বেঁধে নির্যাতন – ইসরায়েলি বাহিনী

0
27

আন্তর্জাতিক ডেক্সঃ

পশ্চিম তীরের জেনিন শহরে এক অভিযানের সময় একজন আহত ফিলিস্তিনি নাগরিককে সামরিক জিপের হুডের সাথে বেঁধে নির্যাতন করেছে ইসরায়েলি বাহিনী। শনিবার (২২ জুন) মুজাহেদ আজমি নামের এক ব্যক্তির সাথে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

এ ব্যাপারে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানায়, আমাদের দিকে গুলি ছোঁড়া হলে আমরাও পাল্টা গুলি ছুড়ি, এতে একজন আহত হয় এবং তাকে আমরা আটক করি।

সৈন্যরা এরপর সামরিক প্রটোকল ভঙ্গ করে এবং আটক ব্যক্তিকে গাড়ির সাথে বেঁধে ফেলে। তাদের এই কাজ ইসরায়েলি সামরিক বাহিনীর মূল্যবোধের সাথে যায় না এবং বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় আটক ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় ইসরায়েলি বাহিনী।

মুজাহেদের পরিবার জানায়, তাকে ধরতে অভিযান চালালে সে আহত হয়। তার পরিবার অ্যামবুলেন্স চাইলে সৈন্যরা তাকে গাড়ির সাথে বেঁধে নিয়ে যায়।