ফিলিপাইনে ভূমিধসে ২৬ জনের প্রাণহানি !

0
16

নিউজ ডেস্ক:

ফিলিপাইনের পূর্বাঞ্চলে মৌসুমি ঝড়ের সময় ভূমিধসে ২৬ জন প্রাণ হারিয়েছে এবং আরো ২৩ জন নিখোঁজ রয়েছে। কর্তৃপক্ষ রোববার এএফপিকে একথা জানিয়েছে।
বিলিরান প্রদেশের একটি ছোট দ্বীপে এই হতাহতের ঘটনাটি ঘটেছে বলে খবরে বলা হয়েছে।
জাতীয় দুর্যোগ সংস্থা জানিয়েছে ঝড় কাই-টাকের আঘাতে শনিবার বেশ কয়েকটি দ্বীপসহ ৩৯ শহরের রাস্তাঘাট ও ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওইসব অঞ্চলের ৮৭ হাজার ৭শ’ লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
প্রাদেশিক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্মকর্তা এএফপিকে জানায়, ‘বিলিরানের চার শহরে ভূমিধসে ২৬ জনের প্রাণহানি হয়েছে। আমরা তাদের লাশ উদ্ধার করেছি।’