নিউজ ডেস্ক:
ফিলিপাইনে জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে ১৩ মেরিন সৈন্য নিহত হয়েছেন। এসব ইসলামী চরমপন্থীরা দেশটির দক্ষিণাঞ্চলীয় একটি নগরীর কয়েকটি এলাকা দখল করে নিয়েছে। আর ফিলিপাইনের সৈন্যরা কয়েকশ’ ইসলামপন্থী যোদ্ধাকে উৎখাতে ব্যর্থ হচ্ছে। আজ শনিবার সেনাবাহিনীর এক মুখপাত্র এ কথা বলেন। খবর এএফপি’র।
২৩ মে জঙ্গিরা মুসলিম প্রধান নগরী মারাউই দখল করে ইসলামিক স্টেট-এর পতাকা উড়িয়ে দেয়। জিহাদিরা তাদের অবস্থানকে সুরক্ষিত করতে বোমাপ্রুফ সুড়ঙ্গ, ট্যাংক বিধ্বংসী অস্ত্র ও মানব ঢাল ব্যবহার করছে। সর্বশেষ হতাহতের ঘটনায় চলমান এই লড়াইয়ে এখন পর্যন্ত ৫৮ সরকারি সৈন্য নিহত হলো।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই সংঘর্ষে অন্তত ১৩৮ জঙ্গি ও ২০ বেসামরিক লোক প্রাণ হারিয়েছেন।