বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ফজিলাতুন্নেসা মোল্যুকুলার রিসার্চ সেন্টার নির্মাণে জমি নির্ধারণ !

নিজস্ব প্রতিবেদক :

শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় মোল্যুকুলার রিসার্চ সেন্টার নির্মাণের জন্য রাজধানীর মহাখালীতে বিএমআরসি ভবন সংলগ্ন তিন একর জমি নির্ধারণ করা হয়েছে।

 

রোববার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে সেন্টার নির্মাণের জন্য জায়গা বরাদ্দের বিষয়ে এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

 

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অফিসার পরীক্ষিৎ চৌধুরী এ তথ্য জানান।

 

বরাদ্দকৃত স্থান থেকে প্রয়োজন অনুযায়ী জমি ব্যবহার করে বাকি অংশ স্বাস্থ্য বিভাগের অনুকূলে ন্যস্ত করা হবে বলেও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

 

সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের (বিএমআরসি) ভাইস চেয়ারম্যান, সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত, বিএসএমএমইউয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, স্বাস্থ্য সচিব সিরাজুল ইসলামসহ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Similar Articles

Advertismentspot_img

Most Popular