পড়াশোনা না শেখায় পোষ্যকে গুলি করে হত্যা !

0
59

নিউজ ডেস্ক:

পোষ্যকে বেঁধে রেখে তাকে গুলি করে হত্যা করলো তারই মালিক এবং মালিকের এক সাবেক সেনাকর্মী বন্ধু। শুধু তাই নয়, সেই ঘটনার ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাবের বার্নালাতে। ইংরেজি বর্ণমালা লিখতে না পারায় কুকুরের মালিক তাকে গুলি করে মেরেছে বলে পুলিস সূত্রে জানা গেছে।

সূত্র মারফত জানা গেছে, দুই অভিযুক্তের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও ২ জনই এখন পলাতক রয়েছে। ভদ্রা নামের কুকুরটিকে হত্যা করার আগে তাকে বেধড়ক মারধর করা হয়েছে। তারপর তাকে বেঁধে খুব কাছ থেকে গুলি চালায় তার মালিক। গোটা ঘটনাটির ভিডিও করে তার বন্ধু।

ভিডিওতে দেখা যাচ্ছে, কুকুরের মালিক তাকে দিয়ে অ্যালফাবেট লেখানোর চেষ্টা করছে। কিন্তু কুকুরটি যখন তা পারছে না তখনই তাকে মাধধর করছে কুকুরের মালিক।
অবশেষে সহ্যের সীমা যখন অতিক্রম করে তখন কুকুরটিকে গুলি করে মালিক। ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। ২ অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছে বহু পশুপ্রেমিক।