প্লেনের সংকীর্ণ সিট যেন মৃত্যুফাঁদ !

0
41

নিউজ ডেস্ক:

শুধু বাস বা কোচই নয়, বিভিন্ন বিমান সংস্থাও তাদের বিমানে যতটা পারা যায় বেশি করে মানুষ নেওয়ার চেষ্টা করে। এজন্য সর্বদা তাদের আগ্রহ থাকে যতটা সম্ভব সংকীর্ণ সিট বসানোর।
তবে এতে শুধু যে যাত্রীদের অসুবিধাই হয়, তা নয়। যাত্রীদের আসন সংকীর্ণ করে তোলায় তাদের সিটগুলো যেন মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে।

সম্প্রতি একটি অনুসন্ধান কার্যক্রমে দ্য ডেইলি বিস্ট দেখেছে যাত্রীদের আসনের এ বিপজ্জনক অবস্থা। এ সংকীর্ণ সিটগুলো দুর্ঘটনার সময় যাত্রীদের জন্য মৃত্যুফাঁদ হয়ে উঠতে পারে।

যাত্রীদের নিরাপত্তার এ সমস্যাটিকে তারা অনুসন্ধান করতে গিয়ে মার্কিন পরিবহন দপ্তর ও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের বেশ কিছু দলিলপত্র পর্যবেক্ষণ করেছে। এতে দেখা গেছে, জরুরি পরিস্থিতিতে বিশেষত যখন বিমান দ্রুত খালি করতে হয় তখন যাত্রীদের জন্য এ সিট বাড়তি সমস্যা তৈরি করে।

জরুরি পরিস্থিতিতে বিমান থেকে যাত্রীদের কয়েক সেকেন্ডের মধ্যেই নেমে যেতে হয়। এক মুহূর্তের দেরিতেও বহু মানুষের মৃত্যুঝুঁকি তৈরি হয়। আর এ সময় সংকীর্ণ সিটগুলো যাত্রীদের দেরি করিয়ে দেয়।