প্রেমিকার অন্তর্বাস চুরি করে শ্রীঘরে প্রেমিক!

0
39

নিউজ ডেস্ক:

প্রথমে প্রেম এবং তার কয়েকদিন পরেই ব্রেকআপ, এমন ঘটনা নতুন নয়। পৃথিবীজুড়ে এমন অনেক দৃষ্টান্তই রয়েছে। কিন্তু কেউ কি কখনো শুনেছেন প্রেমিকার অন্তর্বাস চুরি করে জেলে গেছেন কোনো প্রেমিক! হ্যাঁ, সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে যুক্তরাজ্যের সোয়ানসেতে।

২১ বছর বয়সি কায়লের ব্রোফি নামে এক যুবক তার সাবেক প্রেমিকা চোলে রীসকে অন্য এক ছেলের সঙ্গে ডেট করতে দেখে ভীষন ক্ষিপ্ত হন। এবং ঈর্ষান্বিত হয়ে গোপনে প্রেমিকার বাড়িতে ঢুকে চুরি করেন তার অন্তর্বাস। শুধু তাই নয়, কেটে কুটি কুটি করেছেন তার সব কাপড়।

এতেই ক্ষ্যান্ত হননি ব্রোফি। সাবেক প্রেমিকার নতুন প্রেমিক অ্যারনের ওপর চড়াও হয়েছেন তিনি। ডেটিংয়ের উদ্দেশ্যে অ্যারন যখন তার প্রেমিকা চোলেকে নিতে গাড়ি নিয়ে তার বাড়ির সামনে আসেন, তখন একটি হাতুড়ি নিয়ে গাড়ির সামনে হাজির হন ব্রোফি। গাড়ির গতিরোধ করতে না পেরে ছয় ছয় বার গাড়ির দিকে হাতুড়ি নিক্ষেপ করেন তিনি। আর এসব কাণ্ড করে বিপাকে পড়েছেন ব্রোফি। সকল ঘটনার জন্য পুলিশের কাছে অভিযোগ করেন চোলে ও অ্যারন। তারপর গ্রেপ্তার হয়ে দুই বছরের জন্য জেলে যেতে হয় ব্রোফিকে।