বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

প্রেমিকা নিয়ে পালানোর সময় প্রেমিকার পরিবারের হাতে ধরা; পিটিয়ে হাত-পা বেঁধে ফেলে রাখে কবরস্থানে

প্রেমিকা উর্মির সঙ্গে দেখা করতে কক্সবাজারের চকরিয়া এলাকা থেকে চুয়াডাঙ্গা শহরে আসেন শরিফুল ইসলাম শান্ত (২৩) নামের এক যুবক।

দুদিন প্রেমিকাকে নিয়ে ঘোরাঘুরির পর গতকাল শুক্রবার (১০ জানুয়ারী) রাতে উর্মিকে নিয়ে পালানোর কথা ছিল। সেই রাতে পালানোর সময় প্রেমিকার পরিবারের সদস্যদের হাতে ধরা পড়ে যায় তারা।

পরে প্রেমিকার পরিবারের সদস্যরা শরিফুল ইসলাম শান্তকে বেধড়ক পিটিয়ে হাত-পা বেঁধে জান্নাতুল মওলা কবরস্থানে ফেলে রাখে।

পরদিন সকালে অর্থাৎ আজ শনিবার (১১ জানুয়ারি) সকাল ১১টার দিকে স্থানীয়রা হাত-পা বাধা অবস্থায় কবরস্থানের মধ্যে পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে জানায়। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।

আজ শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্প থেকে একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

আর্মি ক্যাম্প সুত্রে জানা যায়, গত দুদিন আগে কক্সবাজারের চকরিয়া উপজেলার শরিফুল ইসলাম শান্ত চুয়াডাঙ্গা পৌর এলাকায় (বয়স বিবেচনায় প্রেমিকার ঠিকানা প্রকাশ করা হলো না) প্রেমিকা উর্মির সঙ্গে দেখা করতে আসেন। গত দুদিন ঘুরাঘুরি শেষে রাতে শুক্রবার রাতে প্রেমিকা উর্মিকে নিয়ে পালানোর কথা ছিল। তবে পালানোর সময় প্রেমিকার পরিবারের সদস্যরা হাতে ধরা পড়লে তারা শান্তকে পিটিয়ে রাস্তায় ফেলে রাখেন।

আর্মি ক্যাম্প সুত্রে আরও জানা গেছে, শরিফুল ইসলাম শান্ত বাংলাদেশ আর্মির সঙ্গে কোন সম্পর্ক নেই। তার নিকট থেকে পাওয়া আইটেমগুলো চট্টগ্রাম আর্মি স্টোর থেকে কেনা হয়েছে।

এর আগে, শনিবার সকালে চুয়াডাঙ্গা পৌর এলাকার জান্নাতুল মাওলা কবরস্থান থেকে তাকে উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে পাওয়া শীতের পোশাক দেখে পুলিশের প্রাথমিক ধারণা ছিল তিনি সেনাসদস্য হতে পারেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular