নিউজ ডেস্ক:
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রশাসনিক ট্রাইব্যুনালের স্থায়ী স্থাপনা নির্মাণ করা হবে।
তিনি আজ বুধবার ঢাকায় নিবন্ধন অধিদপ্তর প্রাঙ্গণে প্রশাসনিক ট্রাইব্যুনাল আইনজীবী সমিতির বার্ষিক ভোজসভায় বিশেষ অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
আইনমন্ত্রী বলেন, ‘আমি জেনেছি ৩৫ বছর যাবৎ এই ট্রাইব্যুনাল অস্থায়ী স্থাপনায় রয়েছে। এই ট্রাইব্যুনালের বর্তমান জায়গা নিয়ে কিছু সমস্যাও আছে। এ সমস্যা নিরসন করে এর একটি স্থায়ী স্থাপনা নির্মাণ করা হবে।’
সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহিমের সভাপতিত্বে এ সভায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, প্রশাসনিক ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি (অব.) একেএম ফজলুর রহমান প্রমুখ বক্তৃতা করেন।