প্রবাসীদের অনুষ্ঠানে কুয়েতি অতিথি !

0
33

নিউজ ডেস্ক:

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনিতিক, আঞ্চলিক সংগঠনের কমতি নেই। এসব সংগঠনের নেতৃবৃন্দরা এখানে বিভিন্ন কারণে কুয়েতীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছেন।

তারা অনেক সময় তাদের অনুষ্ঠানে কুয়েতি নাগরিকদের অতিথি হিসেবে দাওয়াত দেন। সেই দাওয়া অনেক কুয়েতি সাদরে গ্রহণ করেন। বাংলাদেশিদের সাথে আনন্দে মেতে উঠেন স্থানীয় নাগরিকরা।

সম্প্রতি কুয়েতে কিশোরগঞ্জ প্রবাসীরদের সংগঠন কিশোরগঞ্জ প্রবাসী বন্ধন সমিতির নতুন কমিটির নেতৃবৃন্দের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উল্লেখযোগ্য কুয়েতি মেহমান।

বৃহস্পতিবার রাতে কুয়েতে আল জাহারা সেন্ট্রাল অডিটোরিয়ামে কিশোরগঞ্জ প্রবাসী বন্ধন সমিতির নব কমিটির সভাপতি শহিদুল ইসলাম মিঠুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম শাকিল আহম্মেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েতি নাগরিক সালমান ফয়সাল জবর পাজলি।
সংগঠনের উপদেষ্টা কামরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আনিসুর রহমান, রাসেল রানা, জামাল মিয়া, ফরিদ মিয়া, হারুন অর রশিদ সহ অন্য নেতৃবৃন্দ মানবতার সেবায় কাজ করার প্রত্যয়ে এই সংগঠন করেছেন বলে জানান তাদের বক্তব্যে।
অনুষ্ঠানে উল্লেখযোগ্য কুয়েতী অতিথি সহ অসংখ্য প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।