বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ইসির শেষ সাক্ষাৎ !

নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শেষ আনুষ্ঠানিক সাক্ষাৎ করেছেন বিদায়ী নির্বাচন কমিশন। গতকাল রবিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ এবং দুই নির্বাচন কমিশনার আবদুল মোবারক ও আবু হাফিজ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। আগামী ৮ ফেব্রুয়ারি (বুধবার) এই নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে।

সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করে সর্বশেষ পরিস্থিতি ব্যাখ্যা করেন তারা। গত পাঁচ বছরে কমিশনের কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে এসময় আলোচনা হয় বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

আগামীকাল মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার ও অপর কমিশনাররা রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করবেন। নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আবদুল্লাহ এ কথা জানিয়েছেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular