নিউজ ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন শান্তির বার্তা নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭ টায় ভাষণ দেন, তখন জাতিসংঘ সদর দপ্তরের বাইরে পক্ষে-বিপক্ষে সমাবেশ করেছেন সেখানকার আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা।
আওয়ামী লীগের শান্তি সমাবেশের পাল্টা কর্মসূচির হিসেবে প্রতিবাদ সমাবেশ করে বিএনপি।
এক পযার্য়ে দুই পক্ষের এই সমাবেশে ব্যাপক উত্তেজনা দেখা যায়। এ সময় দুই দলের নেতা-কর্মীরা একে-অপরের দিকে পানির বোতল ছুঁড়ে মারতে শুরু করেন। এমন মুখোমুখি অবস্থান দেখে দুই পক্ষকেই ছত্রভঙ্গ করে নিউ ইর্য়ক পুলিশ।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান ছাড়াও শান্তি সমাবেশে আরও উপস্থিত ছিলেন, দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, আব্দুর রহিম বাদশা, মিনাল কাদির বাপ্পা প্রমুখ।
অপরদিকে বিএনপির সমাবেশে উপস্থিত ছিলেন-যুক্তরাষ্ট্র বিএনপির নেতা মিজানুর রহমান ভুইঁয়া, শরাফত হোসেন বাবু, জিল্লার রহমান, মোস্তফা কামাল বাবুল, সংগীত শিল্পী বেবী নাজনীন প্রমুখ।