বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

প্রথম দিনে ১১ কোটি রুপি আয় করেছে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-৮

নিউজ ডেস্ক:

মুক্তির প্রথম দিনেই ভারতে ১১ কোটি রুপি আয় করেছে ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস মুভির অষ্টম সিরিজ ফিট অব দ্য ফিউরিয়াস। বক্সঅফিস ইন্ডিয়া ডটকমের বরাত দিয়ে গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য নিশ্চিত করেছে।

উল্লেখ্য, গত শুক্রবার ভারতে ভিন ডিজেলের এ অ্যাকশন ধর্মী হলিউডের ছবিটি মুক্তি পায়। দেশটিতে ছবির প্রদর্শনী স্বত্ব পেয়েছে ইউনিভার্সাল পিকচার্স। এছাড়া প্রথমবারের মতো ভারতের কর্ণাটকের কানাড়া ভাষায় ডাব হতে যাচ্ছে হলিউডের কোনও ছবি। একটি সূত্র জানায়, হলিউডের ছবিগুলো মূলত হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় ডাবিং করা হয়। এবারই প্রথম কানাড়া ভাষায় মুক্তি পাচ্ছে হলিউডের কোন ছবি।

ভারতের কর্ণাটকে কোন বিদেশি ছবি কানাড়া ভাষায় মুক্তি দিতে চায় না সেখানকার কর্তৃপক্ষ। তবে এর বিষয়ে কী করবে সেটা এখনও জানা যায়নি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও ডিএনএ নিউজ

Similar Articles

Advertismentspot_img

Most Popular