মেহেরপুরে ছাত্রলীগের দুই গ্রুপের দ্বন্দ্ব, তুষার ইমরানের ওপর হামলা
নিউজ ডেস্ক:মেহেরপুরে ছাত্রলীগের দুই গ্রুপের দ্বন্দ্বে ছাত্রলীগ নেতা তুষার ইমরানের ওপর হামলার প্রতিবাদে মেহেরপুর-কুষ্টিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রলীগ। আহত তুষার ইমরান মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ঘণ্টাব্যাপী চলা এ অবরোধে সড়কের দুপাশে কয়েক শ যানবাহন আটকা পড়ে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সরকারি কলেজ ক্যাম্পাস ঘোরার পর মেহেরপুর-কুষ্টিয়া সড়ক অবরোধ করে। এরপর সেখানে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি কুদরত-ই খোদা রুবেলের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সহসভাপতি দুলাল মাহমুদ, আসাদুল্লাহ আল গালিব, আবু মোরশেদ শোভন, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা ও সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল খান। এ সময় বক্তারা ছাত্রলীগের নেতা তুষার ইমরানের ওপর হামলাকারী মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক আশিকের বিচার ও ছাত্রলীগ থেকে বহিষ্কারের দাবি জানান। তাঁরা বলেন, আশিক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তাঁর নামে মুজিবনগর থানায় মাদকের মামলা রয়েছে।
উল্লেখ্য, গত সোমবার দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে কলেজগেটের কাছে সাবেক সাংগঠনিক সম্পাদক আশিকের নেতৃত্বে লিজন, অনিক, রনক, বান্না, মিল্টন, ঝলকসহ আরও কয়েকজন তুষার ইমরনের ওপর হামলা চালিয়ে তাঁকে কুপিয়ে আহত করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তুষারকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।