বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

প্রতিদিনই নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবেলা করছি: ডিএমপি কমিশনার !

নিউজ ডেস্ক:

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কার্যক্রম স্বাভাবিক ও আরো গতিশীল করণে বেতার চালকদের অবস্থান গুরুত্বপূর্ণ উল্লেখ করে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, প্রতিদিন আমরা নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবেলা করছি এবং সেসব চ্যালেঞ্জ সমাধানে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।

গতকাল রবিবার সকাল ১০টার দিকে রাজধানীর রাজারবাগ শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে বেতার চালকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ঢাকা মহানগর পুলিশের লজিস্টিকস বিভাগ ৮২ জন বেতার চালক নিয়ে এ কর্মশালার আয়োজন করেছে। উদ্বোধনী বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, বেতার চালকেরা প্রতিনিয়ত মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে সিনিয়র অফিসারদের দিক নির্দেশনা হুবহু পৌঁছে দেয়ার মতো কঠিন কাজ করে থাকে। যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে বেতার যন্ত্রের ব্যবহার ও রক্ষণাবেক্ষণ করতে হবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular