নিউজ ডেস্ক:জীবননগর উপজেলায় বেশির ভাগ ইটভাটাগুলোয় কয়লার পরিবর্তে ব্যবহার করা হচ্ছে কাঠ। পরিবেশবান্ধব গাছ কেটে পোড়ানো হচ্ছে ইটভাটায়। যার ফলে ধ্বংস হচ্ছে বনজসম্পদ, নষ্ট হচ্ছে পরিবেশ। তথ্যানুসন্ধানে জানা গেছে, জীবননগর উপজেলায় ২২টি ইটভাটা ছিল, বর্তমানে বিভিন্ন সমস্যার কারণে শিথিল ব্রিকস ও জীবননগর পৌরসভার সুবলপুর গ্রামের লতিফ ব্রিকটি বন্ধ হয়ে আছে। সচল আছে ২০টি ইটভাটা। সরকারিভাবে কাঠ দিয়ে ইট পোড়ানো নিষেধ থাকা সত্ত্বেও সরকারি আদেশ অমান্য করে ক্ষমতার দাপট দেখিয়ে কেডিকে ইউনিয়নের কাশিপুর গ্রামের পাওয়ার ব্রিকস, দেহাটি গ্রামের এনএসবি ব্রিকস, শামীম ব্রিকস, এআরবি ব্রিকস, বাঁকা ইউনিয়নের অনিক ব্রিকস, এনবিএম ব্রিকস, রায়পুর ইউনিয়নের কেষ্ঠপুর ব্রিকস, হাসাদহ ইউনিয়নের মাধবপুর ব্রিকস ও সীমান্ত ইউনিয়নের বেনীপুর গ্রামের এমএআর ব্রিকস এ ৯টি ইটভাটায় পরিবেশবান্ধব গাছ কেটে ইটভাটায় পোড়ানো হচ্ছে কাঠ। সরেজমিনে দেখা গেছে, এর মধ্যে বেশ কয়েকটি ইটভাটায় টিনের চিমনি ব্যবহার ও ব্যারেলের মাধ্যমে ইটভাটা পরিচালনা করা হচ্ছে, যা সরকারিভাবে নিষিদ্ধ। জানা গেছে, ওই অঞ্চলের মেহগনি, ভাটাম, আম, নিম, কাঁঠাল, খেজুরগাছসহ নানা ধরনের গাছ দিন দিন সাবাড় হয়ে যাচ্ছে এসব ইটভাটার কারণে। অন্যদিকে, ইটভাটায় গাছ পোড়ানোর ফলে কালো ধোঁয়ায় সৃষ্টি হচ্ছে, যা অ্যাজমাসহ নানা ধরনের জটিল ও কঠিন রোগের কারণ। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম বলেন, ইটভাটায় কাঠ পোড়ালে যে কালো ধোঁয়ার সৃষ্টি হয়, এটি পরিবেশের ব্যাপক ক্ষতি করে থাকে। তা ছাড়া এই কালো ধোঁয়ার ফলে অ্যাজমা, শ্বাসকষ্টসহ ক্যানসারের মতো ভয়াবহ, মারাত্মক ও জটিল রোগ হতে পারে। জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার বলেন, জীবননগরে দিন দিন যেভাবে ইটভাটা তৈরি হচ্ছে, এর ফলে প্রতিবছরেই চাষের জমি কমে যাচ্ছে এবং ইটভাটার কালো ধোঁয়ার ফলে মাটির চাষ-ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে। জীবননগর উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম কাজল বলেন, সরকারিভাবে ইটভাটায় গাছ পোড়ানো নিষেধ থাকা সত্ত্বেও বেশ কিছু ইটভাটার মালিক জোরপূর্বক গাছ কেটে ইটভাটায় পোড়াচ্ছেন। এর ফলে দিন দিন আমাদের এ অঞ্চলের বনজসম্পদ ধ্বংস হচ্ছে। এ বিষয়ে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, জীবননগর উপজেলায় যেসব ইটভাটায় টিনের চিমনি আছে এবং কাঠ দিয়ে ইট পোড়ানো হয়, সেসব ইটভাটার মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।