শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫
শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫

পুরাতন কারাগার সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর !

নিউজ ডেস্ক:

পর্যায়ক্রমে দেশের সকল পুরাতন জেলা কারাগারগুলো সংস্কার করে আধুনিকায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় তিনি এ নির্দেশনা দেন বলে বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান।

মুস্তফা কামাল বলেন, প্রধানমন্ত্রী দেশের সকল পুরাতন জেলা কারাগার আধুনিকায়নের নির্দেশ দিয়েছেন। এছাড়া যে সব কারাগারের কয়েদি ধারণ ক্ষমতা কম সেগুলোর সক্ষমতা বৃদ্ধি করতে বলেছেন। কয়েদিরা যেন ভালো পরিবেশে থাকতে পারে সেই ব্যবস্থা কারাগারগুলোতে থাকতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

সভায় ২৫১ কোটি টাকা ব্যয়ে ‌খুলনা জেলা কারাগার নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয়া হয়। প্রকল্পটি অনুমোদনের সময় এই নির্দেশনা আসে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular