বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

পিকেকে নিয়ে গান বেঁধেছেন শাকিরা !

নিউজ ডেস্ক:

তিনি ‘‌ওয়াকা ওয়াকা’‌ সুন্দরী। তার গান, তার সুর, তার নাচের ভঙ্গি ঝড় তুলে যায় পুরুষদের হৃদয়ে। তা বলে তার নারী গুণগ্রাহীও কম নেই। সেই শাকিরা এবার নতুন অ্যালবাম বের করতে চলেছেন। অ্যালবামের নাম, ‘‌এল দোরাদো’‌।

আগামী ২৬ মে সেই অ্যালবাম বাজার কাঁপাতে আসছে। শাকিরা নিজেই সে কথা ইনস্টাগ্রামে অ্যালবামের কভার পোস্ট করে জানিয়েছেন। তবে ‘‌এল দোরাদো’‌ সম্পর্কে এটুকু তথ্যই সব নয়। অ্যালবামের আসল চমক, এতে পার্টনার জেরার্ড পিকেকে নিয়ে গান বেঁধেছেন শাকিরা।

তিনি নিজেই সে খবরও জানিয়েছেন, ‘‌মি এনামোর গানটি সত্যিই পিকেকে নিয়েই গাওয়া। এই গানে আমি তুলে ধরেছি, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। পিকের সঙ্গে আমার কীভাবে আলাপ হল, কীভাবে ওর প্রেমে পড়লাম, কীভাবে এই সম্পর্ক একটু একটু করে এগিয়েছে, সবই তুলে ধরেছি এই গানে। আমরা অনেক ঝুঁকি নিয়েছি জীবনে। তবে এই সম্পর্কটা এই জায়গায় আজকে পৌঁছেছে। আমাদের প্রেম কাহিনীটি সবাইকে জানানোরই মতো। সেটা ভেবেই এই গান বেঁধেছি। ’‌

শাকিরা তার দুই ছেলে মিলান আর সাশা যে তার জীবনশক্তি সে কথা জানাতেও ভোলেননি। তিনি আরো বলেছেন, ‘‌ওদের দেখেই আরও কাজ করার ইচ্ছেটা জাগে। সব সময় চাই, ওদের সঙ্গে নিয়ে সব জায়গায় যেতে। আসলে জেরার্ডের পক্ষে সেটা সম্ভব নয়। ও ফুটবল নিয়ে ব্যস্ত থাকে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular