পাহাড় ধসে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ !

0
22

নিউজ ডেস্ক:

মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া বনে পাহাড় ধসে সোমবার সকাল ৮টা থেকে সারাদেশের দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

এ ব্যাপারে শ্রীমঙ্গলের স্টেশন মাস্টার ফয়জুর রাহমান জানান, রেল লাইন থেকে মাটি সারানোর কাজ শুরু চলছে। খুব শিগগির ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

প্রসঙ্গত, গতকাল মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বড়লেখা ইউনিয়নের দিরাই এলাকায় পাহাড় ধসে দু’জন নিহত হয়েছেন।